ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, অক্টোবর ৪, ২০২৫
চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক অস্ত্র-গুলিসহ আটক সোয়াদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সোয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে।  

শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটক সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও নিহত জসিমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।