ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, অক্টোবর ৪, ২০২৫
মাগুরা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

মাগুরা: হেলথ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের ডাকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ের কর্মবিরতি মাগুরায় পালিত হচ্ছে।

শনিবার (০৪ অক্টোবর) সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।

 

স্বাস্থ্য সহকারীরা বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণদের মাধ্যমে এগারতম গ্রেডে উন্নীত করতে হবে।

বক্তার আরো বলেন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।

কর্মবিতরতিকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।