যশোর: মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা কমিটির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মুসা ইন্তেকাল করেছেন।
শনিবার (০৪ অক্টোবর) ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, গত কয়েকদিন অসুস্থ অবস্থায় যশোরের ওই হাসপাতালে চিকিৎসাধীর ছিলেন জি এম মুসা।
চিকিৎসায় সুস্থ হয়ে শনিবারই তার বাড়িতে ফেরার কথা জানিয়েছিলেন চিকিৎসক। এরমধ্যেই তার মৃত্যু সংবাদ আসে।
অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতার বিদেহি আত্মার মাগফিরাত এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনকি সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ দলের নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জিএম মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি জিএম মুসার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শিক সৈনিক। তার মৃত্যুতে দেশ এক জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছে।
এসএইচ