ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ৪, ২০২৫
খুলনায় আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা: খুলনায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মো. হামিদ শেখ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে কাঁচা-পাকা ঘরে হামিদ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।