ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাসার দরজা ভেঙে মিলল রেস্টুরেন্ট কর্মীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, অক্টোবর ৪, ২০২৫
বাসার দরজা ভেঙে মিলল রেস্টুরেন্ট কর্মীর লাশ বাসার দরজা ভেঙে মিলল রেস্টুরেন্ট কর্মীর লাশ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. তোরাব আলী (৪০) নামে এক রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

মৃত তোরাব আলী মিরাশী বড়বাড়ির মৃত চেরাগ আলীর ছেলে। তার স্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসে আছেন এবং একমাত্র সন্তান বর্তমানে নানাবাড়িতে থাকে। তিনি হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহীদের বাড়িতে ভাড়া থাকতেন ও চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন।

গত বৃহস্পতিবার অসুস্থবোধ করায় তিনি হোটেলের ম্যানেজারের কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসায় ফেরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে সহকর্মী তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে থানায় খবর দেন।

চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তোরাব আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।