চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবে আহতদের নাম পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ১০টার দিকে রেল পথ স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
তিনি বলেন, রেলপথ স্বাভাবিক হওয়ার পর আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা ছিল। সকাল ১০টার পর ট্রেনটি গন্তব্য স্টেশন সিলেটে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এদিকে, রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা, দুর্ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।
এনইউ/আরএ