খুলনা: খুলনায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছেন যৌথ বাহিনী। ৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে ৬নং কয়রা এলাকায় ঘরের ফ্রিজ থেকে এসব মাংস জব্দ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬নং কয়রা লঞ্চঘাট এলাকায় নিজ বাড়ীর ফ্রিজ থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে কয়রার নৌ বাহিনী কন্টিনজেন্ট। উদ্ধারকৃত হরিণের মাংস এবং অভিযুক্ত সেলিম হাওলাদারকে কয়রা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরবর্তী পদক্ষেপে আইনি প্রক্রিয়া চলমান।
এমআরএম