মাগুরা: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষকরা।
ঊুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভায়না মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা রোড চৌরঙ্গী মোড় হয়ে নোমানি ময়দান সেগুনবাগিচা সড়কে গিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন বৈষম্য রয়েছে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচশ টাকা বাড়িয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শিক্ষকরা তাই রাজপথে নেমেছেন।
সমাবেশ থেকে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসাথে শিক্ষকদের দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে চার উপজেলা ও একটি পৌরসভার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এসএইচ