নেত্রকোনা: আজ কলমাকান্দা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে (৭ ডিসেম্বর) পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিল আমাদের বীর মুক্তিযুদ্ধারা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কলমাকান্দা মুক্ত হওয়ার ৫১ বছর পূর্ণ হয়েছে।
১৯৭১ সালের এদিনে লাল সবুজের পতাকা উড়িয়ে জেলার বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতে দিতে আনন্দে মেতে ওঠেন। প্রতি বছর এই দিনে জাতির শ্রেষ্ট সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্বরন করে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
সেই সঙ্গে কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্থানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ সেই সাত বীর মুক্তিযোদ্ধাদের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এফআর