মাগুরা: নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস। একাত্তরের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মাগুরা।
বুধবার সকালে জেলার বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মাগুরা সদরের নোমানী ময়দানে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পতাকা উত্তলন করা হয়।
এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের ভায়না মোড় ঘুরে আবার নোমানী ময়দানে এসে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও মাগুরা মুক্ত দিবসের স্মারক গ্রন্থ ‘বীরকথনে’র মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা জহুরী আলম, এস এম আব্দুর রহমান, আ ফ ম আব্দুর ফাত্তাহ, পঙ্কজ কুণ্ডু ও পুলিশ সুপার মশিউদৌলা রেজা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসআই