ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক লিমিটেড ও সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরএকে সিরামিক: আরএকে সিরামিকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।
সিঙ্গার বিডি: সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১ এপ্রিল দুপুর ২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসএমএকে/এমএইচএস