দুবাই: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র ব্যাপক সমালোচনা করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বলেছেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র মাধ্যমে ভালো টেস্ট ক্রিকেটারের পরিবর্তে কশাই তৈরি করছে বিসিসিআই’।
গালফ নিউজকে এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘তারা বিশ্বকাপ জিতেছে। তারপরও টেস্টে তারা হেরেছে অনেক দেশের কাছে। কারণ তারা তৈরি করতে পারেনি গাভাস্কার, ভেনসরকার, বিশ্বনাথ, টেন্ডুলকার, দ্রাবিড় বা লক্ষ্মণের মতো ক্রিকেটার। আমি বলতে চাচ্ছি, ক্ল্যাসিকেল ক্রিকেটারদের কথা। ’
৯৬’র বিশ্বকাপ জয়ী নেতা বলেন, ‘আইপিএলের মাধ্যমে তারা এখন তৈরি করছে কশাই। সবদেশই এখন ভারতের নিয়ন্ত্রণে। কারণ তাদের অঢেল অর্থ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) যখন ভারত কিছু বলে বাকি সদস্যরা মুখে কুলুপ এঁটে বসে থাকে। কেননা সবাই ভারতীয় অর্থের ওপর নির্ভর করে। কর্মকর্তারা তাদের দেশে ক্রিকেটকে রক্ষা বা উৎসাহিত করার বিষয়টি এড়িয়ে নজর দেয় শুধুই টাকার দিকে। ’
দেশের থেকে আইপিএলে খেলার প্রতি ক্রিকেটারদের বেশি আগ্রহ বলে মন্তব্য করে রানাতুঙ্গা বলেন, ‘আইপিএলে খেলার জন্য টেস্ট থেকে অবসর নিয়েছে লাসিথ মালিঙ্গা। অথচ আমাদের বোর্ড কিছুই করেনি। ’
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর