ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টিতে সিরিজ হারের পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথমটি একদিনের ম্যাচে কিউইরা ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।
ইংল্যান্ড: ২৫৮ (৪৯.৩ ওভার)
নিউজিল্যান্ড: ২৫৯/৭ (৪৮.৫ ওভার)
ফল: নিউজিল্যান্ড তিন উইকেটে জয়ী।
হ্যামিলটনে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তিন টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল, জোনাথন ট্রট ও জো রুটের অর্ধশতকে বড় সংগ্রহের পথেই ছিলো ইংল্যান্ড। কিন্তু মিচেল ম্যাকক্লিনাঘান ও জেমস ফ্রাঙ্কলিনের মারাত্মক বোলিংয়ে শেষটা ভাল হয়নি ইংলিশদের। ৩৮ রানে শেষ ছয় উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই ২৫৮ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইংনিস।
ট্রট ৯০ বল খেলে ছয় বাউন্ডারিতে করেছেন ৬৮। এছাড়া বেল ৬৪ ও রুট ৫৬ রান করেন।
ম্যাকক্লেনাঘান ৫৬ রানে চার উইকেট পেয়েছেন। এছাড়া ফ্রাঙ্কলিন তিনটি ও মিলস দুটি উইকেট দখল করেন।
জবাবে কেন উইলিয়ামসনের ৭৪ ও ব্রেন্ডন ম্যাককুলামের অপরাজিত ৬৯ রানের সুবাদে সাত বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
উইলিয়ামসন ৯৯ বলের ইনিংসে ছয়টি বাউন্ডারি রয়েছে। তরে বেশি বিধ্বংসী ছিলেন ম্যাককুলাম। ৬১ বল মোকাবিলা করে ৬টি বাউন্ডারি ও তিনটি ছয় হাঁকান তিনি।
ক্রিস ওকস দুটি উইকেট নেন। অ্যান্ডারসন, ফিন, ব্রড ও সোয়ান পেয়েছেন একটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময়:১৮০০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/