ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়।

এরপর ১০টা ৪০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে ১৮ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে ১৭ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে ১৯ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ২৮৩ পয়েন্টে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৪৮৩ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১২৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, লঙ্কা-বাংলা ফিন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এনভয় টেক্সটাইল, সিনো বাংলা, আরএন স্পিনিং, রহিমা ফুড, আরগন ডেনিমস, গোল্ডেন সন এবং বিডি থাই।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৭৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করে।
 
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।