ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বীমা কোম্পানির বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৬৩৭ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
বীমা কোম্পানির বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৬৩৭ কোটি টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক বছরের ব্যবধানে ২০১২ সালে দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর সম্মিলিত বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে জীবন বীমা কোম্পনিগুলোর বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৩৯৫ কোটি ৯০ লাখ টাকা।

আর সাধারণ বীমা কোম্পানিগুলোর সম্মিলিত বিনিয়োগ বেড়েছে ২৪১ কোটি ৯০ হাজার টাকা।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হিসাব বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।   শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ এজিএম অনুষ্ঠিত হয়।

এজিএমে উপস্থাপন করা বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে দেশে ব্যবসারত বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলো সম্মিলিতভাবে প্রিমিয়াম আয় করেছে ৬ হাজার ২৪৮ কোটি ৩০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ৫ হাজার ৯৭৩ কোটি ৫০ লাখ টাকা। বছরটিতে জীবন বীমা কোম্পানির প্রিমিয়াম আয় বৃদ্ধির হার শতকরা ৪ দশমিক ৬০ শতাংশ।

অর্থাৎ, ২০১২ সালে জীবন বীমা কোম্পনিগুলোর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৫ কোটি ১০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ১৬ হাজর ৪২২ কোটি ৯০ লাখ টাকা।

এ সময়ে জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ ৩ হাজার ৫৫৩ কোটি ৭০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৮ কোটি ৪০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ১৮ হাজার ৮৫৪ কোটি ৭০ লাখ টাকা। আর বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৩ কোটি ২০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ১৪ হাজার ২১৭ কোটি ৩০ লাখ টাকা।

অপরদিকে, ২০১২ সালে সাধারণ বীমা কোম্পানিগুলোর সম্মিলিত প্রিমিয়াম আয় আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ১ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা।

এ সময়ে অর্থাৎ, ২০১২ সাল শেষে সাধারণ বীমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯২ কোটি ৪০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ৪ হাজার ২০৬ কোটি টাকা। ২০১২ সাল শেষে সাধারণ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ৯০ লাখ টাকা। যা ২০১১ সালে ছিল ২ হাজার ১৯৬ কোটি টাকা।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এম মঈদুল ইসলাম, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান মজুমদার, রূপালী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি. কে. রায়,  কর্ণফুলি ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হাফিজউল্লাহ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. এজাহার হোসেন,  ঢাকা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম ওয়াজেদ আলী, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল বারী চৌধুরী, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিত কুমার মন্ডল এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল খালেক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।