ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর ফলে টানা তিন কার্যদিবস পতনের মধ্য দিয়ে কাটালো উভয় স্টক এক্সচেঞ্জ।


 
বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে লেনদেনের আধঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ১১টায় সূচক নিম্নমুখী প্রবণতায় চলে আসে। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিন শেষে ডিএসই’র ডিএসইএক্স সূচক কমেছে ২৭ পয়েন্ট। গত কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৮০ লাখ টাকা।

এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিটে সূচক ৮ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে ৭ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ১ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।

বেলা ১২টায় ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৯ পয়েন্ট, দুপর ১টায় ২৫ পয়েন্ট, ১টা ৩০ মিনিটে ৪০ পয়েন্ট, দুপুর ২ টায় সূচক ৩৫ পয়েন্ট কমে।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৪ হাজর ২০০ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৪৭ পয়েন্টে।
 
এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৩৬৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের তুলনায় ৬ কোটি ৮০ লাখ টাকা কম।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৭৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- অ্যাপোলো ইস্পাত, গোল্ডেন সন, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট, আরগন ডেনিমস্, বে-লিজিং, বেঙ্গল উইন্ডসর, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্যাংক এশিয়া ও  ডেল্টা লাইফ।  

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সর্বিক মূল্যসূচক (সিএসইএক্স) ৫২ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ২৫৪ পয়েন্টে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ১৯ কোটি ১২ লাখ টাকা কম।
 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।