ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য গত ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছর পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানি দু’টি হলো- মার্কেন্টাইল ব্যাংক ও বিচ হ্যাচারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংক: কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৮ শতাংশ নগদ এবং ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। তবে স্থান পরে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৪ টাকা।
বিচ হ্যাচারি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা ১২টায় কক্সবাজারের মহেশখালী পাড়ায় প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ১৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬২ টাকা।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪