ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দাম বৃদ্ধির কারণ জানে না আনোয়ার গ্যালভানাইজিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
দাম বৃদ্ধির কারণ জানে না আনোয়ার গ্যালভানাইজিং

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি কোম্পানির পরিচালনা পর্ষদ।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া এক চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


 
জানা যায়, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি চিঠি দেয় ডিএসই। কিন্তু শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো কারণ নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
 
গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ টাকা। ২৫ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার প্রায় ২৮ টাকায় বিক্রয় হয়। এরপর শেয়ার দর ওঠানামা করতে থাকে।

কিন্তু গত ১১ মার্চের পর এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। ২৫ মার্চ শেয়ার প্রায় ৩৩ টাকার বেশি দরে লেনদেন হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।