ঢাকা: পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগসীমা সমন্বিত হিসাবের ৫০ শতাংশ নির্ধারণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিএমবিএ’র ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ নিন্দা জানানো হয়।
বিএমবিএ’র পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া লভ্যাংশের ওপর দ্বৈত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সভা শেষে বিএমবিএ’র সভাপতি তানজিল চৌধুরী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের এ পতন প্রবণতায় ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানের বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ব্যাংকের উচিত হয়নি। এ ধরনের সিদ্ধান্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বাইপাস করে নেওয়া হয়েছে।
বর্তমানে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি বলেন, এ দুই কর্তৃপক্ষের মধ্যে বাজারের স্বার্থে সমন্বয় বজায় রাখা উচিত। তারা নিজেদের মধ্যে আলোচনা করে এ সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত করবে।
এ বিষয়ে বিএমবিএ’র সহ-সভাপতি আক্তার হোসেন সান্নামাত সাংবাদিকদের বলেন, প্রভিশনিংয়ের (সঞ্চিতি) ওপর ট্যাক্স (কর) দেওয়া বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য অন্যতম সমস্যা। এটি যেহেতু আয় নয়, তাই প্রভিশনিংয়ের ওপর আরোপিত ট্যাক্স মওকুফ করা দরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ এবং বিএমবিএ’র সেক্রেটারি জেনারেল মশিউর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪