ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডেসকোর ইপিএস কমেছে ১১ পয়সা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ডেসকোর ইপিএস কমেছে ১১ পয়সা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেসকোর পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০১৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ০ দশমিক ১১ টাকা।


 
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ০ দশমিক ১৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০ দশমিক ২৬ টাকা।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বাজারে এ কোম্পানির মোট ৩৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ২৮১টি শেয়ার আছে। এর মধ্যে সরকারের কাছে ৭৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।
 
তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির (জানুয়ারি থেকে মার্চ-২০১৪) কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ০ দশমিক ১৫ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছিল ৮ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ০ দশমিক ২৬ টাকা।
 
সুতরাং চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ কোম্পানির মুনাফা কমেছে ৩ কোটি ৭৩ লাখ টাকা।
 
অন্যদিকে, গত নয় মাসে এ কোম্পানির মুনাফা হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস ০ দশমিক ৭১ টাকা।
 
গত অর্থবছরের নয় মাসে এ কোম্পানির মুনাফা হয়েছিল ৮০ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ২ দশমিক ৩৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।