ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এস আর ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
এস আর ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: শর্ট সেল আইন লঙ্ঘনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্টক ব্রোকার এস আর ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমিশনের ৫৩১তম সভায় এ জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
বিঞ্জপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির মাধ্যমে ২০১৩ সালের ১১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ৫ দিন ২ লাখ ৬৮ হাজার ৭০০ শেয়ার শর্ট সেল হয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে আফতাব অটো, ইউনাইটেড এয়ারওয়েজ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়।
 
আরও জানানো হয়, বিষয়টি বিএসইসি’র ইন্সট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সফটওয়্যারে ধরা পরে। পরে তা তদন্তের জন্য কমিশনের এনফোর্সমেন্টে পাঠানো হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সিএসইর শর্ট সেল রেগুলেশন ২০০৫ এর রেগুলেশন ৪ (১) লঙ্ঘনের জন্য জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।