ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লিস্টিং রেগুলেশন সংশোধনে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
পুঁজিবাজারে লিস্টিং রেগুলেশন সংশোধনে কমিটি

ঢাকা: শেয়ারবাজারে লিস্টিং রেগুলেশন যাচাই-বাছাই ও সংশোধনে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম (আহ্বায়ক), নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল আলম (সদস্য) ও পরিচালক মো. আবুল কালম।


 
সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বিএসসি সূত্রে এ তথ্য নিশ্চিত জানা গেছে।
 
বিএসইসি’র ওই আদেশে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দাখিল করা খসড়া লিস্টিং রেগুলেশন যাচাই-বাছাই ও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সংশোধিত রেগুলেশন প্রণয়ন করে ১০ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।