ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

হামিদ ফেব্রিক্সকে তালিকাভুক্তির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
হামিদ ফেব্রিক্সকে তালিকাভুক্তির অনুমোদন

ঢাকা: হামিদ ফেব্রিক্স লিমিটেড কোম্পানিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।
 
সোমবার (২৩ নভেম্বর) ডিএসই’র পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নয়গুণ আবেদন জমা পড়ে। কোম্পানিটি তিন কোটি শেয়ার ইস্যুর জন্য আবেদন আহ্বান করেছিল। এর বিপরীতে ২৬ কোটি ৪২ হাজার শেয়ারের সমপরিমাণ আবেদন জমা জমা পড়ে।
 
বিএসইসি হামিদ ফেব্রিকসকে আইপিওতে তিন কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়াম নিচ্ছে। আইপিওতে শেয়ারের প্রস্তাবিত মূল্য ছিল ৩৫ টাকা। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু এর বিপরীতে জমা পড়েছে ৯২৫ কোটি টাকার আবেদন।
 
এ কোম্পানির মাধ্যমে শুরু হয় আইপিওর নতুন পদ্ধতি চালুর পাইলট প্রকল্প। তাই নির্ধারিত ব্যাংকের শাখার পাশাপাশি নির্দিষ্ট স্টক ব্রোকার (ট্রেকহোল্ডার) ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।
 
গত বছরের ৩০ জুন হিসাব বছরের নিরীক্ষিত হিসেবে শেয়ার প্রতি আয় ছিল ৫.৩০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪১.১৪ টাকা।
 
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।