ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ওয়েন্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৪) মুনাফা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির মুনাফা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা।
গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৩) কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫১ টাকা।
সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বিবেচনায় কোম্পানি শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৪৫ টাকা।
বাংলাদেশ সময় : ১০৩৮ ঘণ্টা/আপডেট ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪