ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ ডিসেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এবি ব্যাংক, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা, আরএন স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, মবিল যমুনা, আরএকে সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন ও এসিআই ফর্মুলেশন্স।

লেনদেন হয়েছে মোট ৩৭৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩৪১ কোটি ৫৩ লাখ টাকা।  

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৯ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।
 
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১০০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয় মোট ২৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ১৩ লাখ টাকা।                   

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪/আপডেটেড : ১২৩৮ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।