ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জাহিন স্পিনিংয়ের আইপিও আবেদন শুরু ২৮ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
জাহিন স্পিনিংয়ের আইপিও আবেদন শুরু ২৮ ডিসেম্বর

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের আবেদন শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


 
জানা যায়, বিনিয়োগকারীরা ৪ জানুয়ারি পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন জমা দিতে পারবেন। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
 
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে। তবে কোনো প্রিমিয়াম নেবে না কোম্পানিটি।
 
উত্তোলিত অর্থ কারখানা ও যন্ত্রপাতি ক্রয়, প্রাথমিক গণপ্রস্তাবের খরচ ও অন্যান্য খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
 
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৬৯ টাকা।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।