ঢাকা: বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে রেস এসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) এক চিঠিতে এ সতর্কবার্তা দিয়েছে বিএসইসি।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রেস এসেট ম্যানেজমেন্টকে শুনানিতে তলব করে বিএসইসি। শুনানিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পক্ষে ব্যাখ্যা উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।
বিএসইসির চিঠিতে উল্লেখ রয়েছে, আইপিও সংক্রান্ত বিষয়ে সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘন করায় রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে শুনানিতে তলব করা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থাপিত ব্যাখ্যা কমিশনের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই এবারের মতো রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে সতর্ক করা হলো। ভবিষ্যতে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫