ঢাকা: মিউচ্যুয়াল ফান্ড খাতের এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিট দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন ২০ পয়সা বা ৩ দশমিক ৬৪ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে ফান্ডটি।
দিনভর এই ইউনিট ৫ টাকা ৬০ পয়সা থেকে ৬ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৫ টাকা ৭০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৩০ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় এক হাজার ১৩৯ টাকায়।
এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এর দর অপরিবর্তিত থেকে সর্বশেষ লেনদেন হয় ৭ টাকা ৭০ পয়সায়।
চতুর্থ স্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এর শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬১ টাকা ৪০ পয়সায়।
পঞ্চম স্থানে ছিল বিমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। এর শেয়ার দর ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ১০ পয়সায়।
ষষ্ঠ বিমা খাতের প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এর শেয়ার দর ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৯ টাকা ৫০ পয়সায়।
সপ্তম বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এর শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২০৪ টাকা ৬০ পয়সায়।
অষ্টম মিউচ্যুয়াল ফান্ড খাতের ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। এর ইউনিট দর ১০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫ টাকা ২০ পয়সায়।
নবম বস্ত্র খাতের সায়হাম কটন মিলস লিমিটেডের শেয়ার দর ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২১ টাকায়।
আর দশম স্থানে ছিল ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এদিন এই শেয়ারের দর ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৭০ পয়সায়।
বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫