ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গ্রামীণফোনের বোর্ডসভা রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
গ্রামীণফোনের বোর্ডসভা রোববার

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



ওই দিন কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

গ্রামীণফোন ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪ হাজার কোটি টাকা এবং ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩.৯৬ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।