ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সামিট পাওয়ার থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সামিট পাওয়ার থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের মালিকানাধীন দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এজন্য সরকারের সঙ্গে চুক্তির আলোকে সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী দুটি ইউনিটের সঙ্গে চুক্তি সই করেছে বিপিডিবি।


 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সিএসই সূত্র জানায়, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ লিমিটেড নামে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি। দুটি বিদ্যুৎ কেন্দ্রের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে সামিট পাওয়ার।

বরিশাল পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট ও নারায়ণগঞ্জ ইউনিটের উৎপাদনক্ষমতা হচ্ছে ৫৫ মেগাওয়াট। দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রই ডিজেল চালিত বলেও সূত্রটি জানায়।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।