ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের মালিকানাধীন দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
এজন্য সরকারের সঙ্গে চুক্তির আলোকে সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী দুটি ইউনিটের সঙ্গে চুক্তি সই করেছে বিপিডিবি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসই সূত্র জানায়, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ লিমিটেড নামে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি। দুটি বিদ্যুৎ কেন্দ্রের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে সামিট পাওয়ার।
বরিশাল পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট ও নারায়ণগঞ্জ ইউনিটের উৎপাদনক্ষমতা হচ্ছে ৫৫ মেগাওয়াট। দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রই ডিজেল চালিত বলেও সূত্রটি জানায়।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫