ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

ট্রাস্ট ব্যাংকের ঋণমান ‘ডাবল এ ২’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ট্রাস্ট ব্যাংকের ঋণমান ‘ডাবল এ ২’

ঢাকা: ট্রাস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘ডাবল এ২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। এর অর্থ ঋণ পরিশোধের সক্ষমতায় ভালো অবস্থানেই রয়েছে ব্যাংকটি।



৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

২০১৪ সালের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৫ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৯ টাকা ৮৫ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ১২৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এর মুনাফা হয়েছে ৪৯ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ৬ পয়সা।

আগের বছর একই সময়ে এর মুনাফা ছিল ২০ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ৪৩ পয়সা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।