ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

লভ্যাংশ পাঠিয়েছে আরএকে সিরামিকস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
লভ্যাংশ পাঠিয়েছে আরএকে সিরামিকস

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিটি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে।



এর আগে কোম্পানিটি ৫ মে প্রবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।

ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরে আরএকে সিরামিকস শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এ সময় এর ইপিএস হয় ১২ পয়সা, এনএভি ১৮ টাকা ২৫ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৪ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা।

২০১০ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৩৬ কোটি ৯০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা,মে ২০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।