ঢাকা: অলিম্পিক এক্সেসরিজের প্রাথমিক গণপ্রস্তাব(আইপিও) আবেদনের লটারির ড্র বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
http://www.dsebd.org/ipo_lottery_result.php এই ওয়েবসাইটে পুরো ফল পাওয়া যাচ্ছে।
আইপিওতে কোম্পানিটির ২০ কোটি টাকার চাহিদার বিপরীতে মোট ৯৬৯ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার আবেদন জমা পড়ে। এটি প্রায় ৪৮.৪৭ গুণ। লটারির মাধ্যমে ২০ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য বিনিয়োগকারী নির্বাচন করা হয়।
এর আগে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন পায়। উত্তোলনকৃত টাকা দিয়ে নতুন ফ্যাক্টরি বিল্ডিং তৈরি, মেশিনারিজ ক্রয়সহ আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
কোম্পানিটির আইপিও আবেদন চলে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ২ মে পর্যন্ত।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয় ১.৪৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ(এনএভি) দাঁড়ায় ১৬.৩৪ টাকায়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
এনএস/