ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারেই বেড়েছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
উভয় বাজারেই বেড়েছে সূচক

ঢাকা: একদিনের ব্যবধানেই ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মে) উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে।

তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কম।
 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।
 
এদিন ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।
 
লেনদেন শুরুর পর সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২৮ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে বাড়ে ১৮ পয়েন্ট, বেলা ১১টায় সূচক বাড়ে ৩৭ পয়েন্ট।
 
এরপর টানা ঊর্ধ্বমুখীতায় বেলা ১১টা ১০ মিনিটে সূচক বাড়ে ৪৫ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ৪৭ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ৫৩ পয়েন্ট, ১১টা ৩৫ মিনিটে বাড়ে ৫৭ পয়েন্ট, দুপর ১২টায় বাড়ে ৬৯ পয়েন্ট, সাড়ে ১২টায় বাড়ে ৫৮ পয়েন্ট, দুপুর ১টায় বাড়ে ৬১ পয়েন্ট।

এরপর সূচক কিছুটা নিম্নমুখী হলেও তা পজেটিভ অবস্থানেই থাকে। দুপুর দেড়টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৫১ পয়েন্ট, দুপুর ২টায় বাড়ে ৩৬ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৭ বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬৩ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৩ কোটি ১২ লাখ টাকা কম। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টি, কমেছে ১১৪টি এবং অপরিবর্তীত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, এমজেএল, আরএকে সিরামিক, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল, বারাকা পাওয়ার, ইউনিক হোটেল ও এসিআই ফর্মুলেশন।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৩ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টি, কমেছে ১০১টি ও অপরিবর্তীত রয়েছে ১৭টি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।