ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ মে) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের বড় উত্থান ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক বেড়েছে ১৩০ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ২০১ পয়েন্ট।
 
এদিন সার্ভারের কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে দিনের স্বাভাবিক লেনদেন আড়াই ঘণ্টা দেরীতে দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয়। লেনদেন চলে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর টানা ঊর্ধ্বমুখিতার কারণে সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৫৯ পয়েন্ট, ১২টা ৪০ মিনিটে বাড়ে ৬৬ পয়েন্ট, ১২টা ৫০ মিনিটে বাড়ে ৬০ পয়েন্ট, দুপুর ১টায় বাড়ে ৭৩ পয়েন্ট, দুপুর ১টা ১৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮৫ পয়েন্ট।
 
ডিএসইতে সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা দিনের বাকি সময়ও অব্যাহত থাকে। দুপুর ২টায় সূচক বাড়ে ৭৭ পয়েন্ট, দুইটা ৩০ মিনিটে বাড়ে ৯৪ পয়েন্ট, ৩টায় বাড়ে ৯৫ পয়েন্ট, সাড়ে ৩টায় বাড়ে ৯৪ পয়েন্ট, বিকাল ৪টায় বাড়ে ১৩২ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩০ বেড়ে ৪ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৬ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, এএফসি এগ্রো, আরএকে সিরামিক, বেক্সিমকো, বারাকা পাওয়ার, সাইফ পাওয়ার, এমজেএর ও ইউনিক হোটেল।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন সোমবার নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় শুরু  হয়। দিনের লেনদেন শেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় দশমিক ২০১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।