ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪শ’ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪শ’ কোটি টাকা

ঢাকা: মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ মে) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪শ’ কোটি টাকার বেশি।


 
এদিন ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর সূচকে টানা ঊর্ধ্বমুখীতায় সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৩৮ পয়েন্ট, বেলা ১১টায় সূচক বাড়ে ৩৫ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে বাড়ে ৫২ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ৩৩ পয়েন্ট, ১২টায় বাড়ে ৩৪ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১২টা ২৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৬ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৯৪টি এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেপিসিএল এসিআই ফর্মুলেশন, ইউনাইটেড পাওয়ার, এমজেএল, এসিআই, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিক্স, ইউনাইটেড এয়ার ও ফার কেমিক্যাল।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি, কমেছে ৫২টি ও অপরিবর্তীত রয়েছে ২২টি।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।