ঢাকা: কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার(১ জুন’২০১৫) নোটিস পাঠায়।
সোমবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪২ টাকা ৮০ পয়সায়। মাস খানেক আগেও এর দাম ছিল প্রায় ২৮ টাকা। পুরো মাসে মাত্র ৪দিন কোম্পানিটির শেয়ার
দর কমে। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় কোম্পানিটির শেয়ার ৪৪ টাকার উপরে বিক্রি হচ্ছিল।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনএস/