ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার দর বাড়ার কারণ জানেনা ওরিয়ন ফার্মা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ৭, ২০১৫
শেয়ার দর বাড়ার কারণ জানেনা ওরিয়ন ফার্মা

ঢাকা: মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে চিটাগাং স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।



শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই এ নোটিস পাঠায়।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা ২৮ জুন নারায়ণগঞ্জে অবস্থিত ওরিয়ন ফার্মা প্লান্টে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায়(এজিএম)অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। রিজার্ভ ৪৯০ কোটি ৭২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।