ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো, বেড়েছে লেনদেনও

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
সূচক বাড়লো, বেড়েছে লেনদেনও

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন‘২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের মূল্য সূচক বেড়েছে। আর ডিএসই’র লেনদেন বেড়েছে ১২ শতাংশ।



ডিএসই তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে ৫২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

লেনদেনে অংশ নেওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে- ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, হাইডেলবার্গ সিমেন্ট, ফ্যামিলি টেক্স, সামিট পাওয়ার, ইউপিজিডিসিএল, এসিআই ফরমুলেশন এবং ট্রাস্ট ব্যাংক।

শীর্ষ লুজার তালিকায় থাকা কোম্পানির মধ্যে রয়েছে, বিডি ওয়েল্ডিং, ইফাদ অটোস, শ্যামপুর সুগার, কেপিসিএল, হাক্কানী পাল্পস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইউনাইটেড এয়ার, জিবিবি পাওয়ার, জেমিনি সি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসই সার্বিক সূচক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।