ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার ছাড়ার প্রক্রিয়ায় মারহাবা স্পিনিং

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
শেয়ার ছাড়ার প্রক্রিয়ায় মারহাবা স্পিনিং ছবি: সংগৃহীত

ঢাকা: সুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারহাবা স্পিনিং মিলস লিমিটেড শেয়ারবাজারে শেয়ার ছাড়ার উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কোম্পানিটি আইসিবির সাবসিডিয়ারি কোম্পানি আইসিএমএলের সঙ্গে ইস্যু কার্যক্রম সম্পাদনের জন্য ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে।



সম্প্রতি আইসিবির বোর্ডরুমে এ চুক্তিতে সই করেন মারহাবা স্পিনিংয়ের এমডি মো. মাহিন এবং আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মিজানুর রহমান।

মারহাবা স্পিনিং আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা তুলবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।