ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আমান ফিডের আইপিওতে আবেদন ১২ গুণের বেশি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
আমান ফিডের আইপিওতে আবেদন ১২ গুণের বেশি

ঢাকা: আমান ফিড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১২ দশমিক ৬৩ গুণ আবেদন জমা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।



জানা গেছে, কোম্পানির আইপিওতে ৭২ কোটি টাকার বিপরীতে মোট ৯১০ কোটি টাকার আবেদন জমা হয়েছে।

এর আগে গত ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত আমান ফিডের আইপিওর আবেদন জমা নেয়া হয়। স্থানীয় এবং অনিবাসী বাংলাদেশি- উভয় বিনিয়োগকারীর জন্য এই সময়সীমা প্রযোজ্য ছিল।

গত ৯ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

 কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পায়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।