ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ‌ঊর্ধ্বমুখীতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
সূচকের ‌ঊর্ধ্বমুখীতায় লেনদেন চলছে

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।
 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টাক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ১৭ পয়েন্ট।


 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২২ পয়েন্ট।
 
এদিন সকাল সাড়ে দশটায় লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় ডিএসইতে।

এরপর টানা ঊর্ধ্বমুখীতার কারণে সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে বাড়ে ১৪ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে বাড়ে ৪ পয়েন্ট, বেলা ১১টায় বাড়ে ১১ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে বাড়ে ১৪ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ২০ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৩ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১০০টি এবং অপরিবর্তীত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, কেপিসিএল, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, সাইফ পাওয়ার, এএফসি অ্যাগ্রো, এমজেএল, লাফার্জ সুরমা সিমেন্ট ও সাপোর্ট।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৫ লাখ টাকা।
 
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টি, কমেছে ৪৮টি ও অপরিবর্তীত রয়েছে ৩০টি।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।