ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দ্বিতীয় দিনেও ডিএসইতে সূচকের পতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
দ্বিতীয় দিনেও ডিএসইতে সূচকের পতন

ঢাকা: মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনশেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমেছে।


 
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। দিনশেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২১ পয়েন্ট।
 
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শুরু হয়। ডিএসইতে লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে যায়।
 
ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখীতা লেনদেনের প্রথম দুই ঘণ্টা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টায় এসে অধিকাংশ প্রতিষ্ঠান দর হারাতে থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে মূল্য সূচকে। আর তাতে লেনদেন শেষে ঋণাত্মক থেকে যায় ডিএসইর মূল্য সূচক।
 
আগের দিন রোববারও (২১ জুন) ডিএসইতে মূল্য সূচকের পতন ঘটে। ফলে এ নিয়ে টানা দ্বিতীয় দিন মূল্য সূচকের পতন ঘটলো প্রধান শেয়ারবাজার ডিএসইতে।
 
এদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে বেলা ১০টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১১টায় ১১ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে ২০ পয়েন্ট, দুপুর ১২টায় ৭ পয়েন্ট ও দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই দর হারাতে থাকে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক। টানা নিম্নমুখীতার কারণে দুপুর ১২টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের অবস্থানে চলে আছে। দুপুর ১টায় সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায় এবং দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ২৩ লাখ টাকা বেশি।
 
দিন শেষে লেনদেন হওয়া ১১২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৪৪টি এবং অপরিবর্তীত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, কেপিসিএল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপি, বিএসআরএম ও এমজেএল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। দিন শেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টি, কমেছে ১১৬টি ও অপরিবর্তীত রয়েছে ২৫টি।
 
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।