ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা

ঢাকা: সমাপ্ত সপ্তাহে(জুন ২১-২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে লাফার্জ সুরমা সিমেন্টের ৬৬ লাখ ৪১ হাজার ২৩৪টি শেয়ার ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৯৮ লাখ ৪৬ হাজার ৯৭৮টি শেয়ার ৫৮ কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা সপ্তাহজুড়ে ২০ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার ৫২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন করেছে।

এ ছাড়া লেনদেনের শীর্ষ থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, গ্রামীণফোন, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, ইফাদ অটোস এবং এএফসি এগ্রো বায়াটেক লিমিটেড।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।