ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

২২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে সন্ধানী লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
২২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে সন্ধানী লাইফ

ঢাকা: শেয়ারহোল্ডারদের ২০১৪ সালের সমাপ্ত বছরে ২২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সন্ধানী লাইফের পরিচালনা পর্ষদ। অর্থাৎ কোনো শেয়ারহোল্ডারের কাছে প্রতিষ্ঠানটির ১শ টি শেয়ার থাকলে তিনি বোনাস হিসেবে পাবেন ২২টি শেয়ার।


 
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত সন্ধানী লাইফের পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়।
 
প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।
 
আগের বছর ২০১৩ সালে সন্ধানী লাইফ শেয়ারহোল্ডারদের সাড়ে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়।
 
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই জীবন বিমা কোম্পানিটির শেয়ার ৫২ টাকা ৩০ পয়সা থেকে ৫৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
 
দিনের লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আগের দিনের তুলনায় বেড়েছে ২ ‍টাকা ৫০ পয়সা। এ বৃদ্ধির হার ৪ দশমিক ৮৭ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।