ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন দেড়’শ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন দেড়’শ কোটি টাকা

ঢাকা: চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।
 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৮০ লাখ টাকার বেশি।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স এক ঘণ্টায় বেড়েছে ২৯ পয়েন্ট। এ বাজারে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকা।
 
দিনের শুরুতেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয় ডিএসইতে। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের টানা ঊর্ধ্বমুখীতায় বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২৪ পয়েন্ট। বেলা ১১টায় সূচক বাড়ে ৩১ পয়েন্ট।
 
এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয়। তবে তা আগের দিনের তুলনায় পজেটিভ অবস্থানেই থাকে। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২১ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ১২ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ১২ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করেছে। এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫০ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ১৩৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৯৭টি এবং অপরিবর্তীত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এএফসি অ্যাগ্রো, কেপিসিএল, সাপোর্ট, বেক্সিমকো, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টি, কমেছে ৫৫টি ও অপরিবর্তীত রয়েছে ৪৭টি।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।