ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ন্যাশনাল ফিড- বিডি ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ন্যাশনাল ফিড- বিডি ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের(বিডি ফাইন্যান্স) ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার(৩০ জুন’২০১৫) থেকে কোম্পানি দু’টি  নতুন ক্যাটাগরিতে লেনদেন করছে।



এর মধ্যে ন্যাশনাল ফিড মিল লিমিটেড কোম্পানি সমাপ্ত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে 'এন' থেকে 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ লভ্যাংশ দিয়ে 'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে নেমে গেছে।

প্রসঙ্গত, কোন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় 'এন' ক্যাটাগরিভুক্ত হয়। এরপর যদি কোম্পানিটি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করে তাহলে পরবর্তী অর্থবছরের জন্য 'এ' ক্যাটাগরিভুক্ত হয়।

যদি ১০ শতাংশের কম লভ্যাংশ দেয় তাহলে 'বি' ক্যাটাগরিভুক্ত হয়। আর যদি কোন লভ্যাংশ ঘোষণা না করে তাহলে 'জেড' ক্যাটাগরিভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।