ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বুধবার: সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বুধবার: সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার(৮ জুলাই’২০১৫) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে।



ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার  ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানির মধ্যে রয়েছে-  গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, এসিআই, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ারওয়েজ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স,  অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।