ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অনুমোদন পেল আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
অনুমোদন পেল আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি

ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) করার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রস্তাবের জন্য আইডিএলসির পরিশোধিত মূলধন সংশোধন করা হয়েছে। এই মূলধনের পরিমাণ ৬ কোটি টাকার পরিবর্তে ১৫ কোটি টাকা হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়াই শেষ কথা নয়, এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর আইডিএলসি এএমসি স্থাপন করতে পারবে।

আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।