ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’তে ৮১৪ কোটি টাকা লেনদেন, সূচকেও ঊর্ধ্বগতি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
ডিএসই’তে ৮১৪ কোটি টাকা লেনদেন, সূচকেও ঊর্ধ্বগতি

ঢাকা: পুঁজিবাজার চাঙা হয়ে উঠেছে। ঈদের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩জুলাই’২০১৫) সূচক ও লেনদেনের বড় উস্ফলন হয়েছে।

টানা নবম দিনের মতো সূচকের উথ্থানে এদিন লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৮ কোটি ৭৭ লাখ টাকা বা ১৪ শতাংশ বেশি। আগের দিন লেনদেন হয় ৭১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৮  পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৮ পয়েন্টে।

টাকার দিক থেকে  ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আরএকে সিরামিক, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, রেনেটা লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং ইসলামী ব্যাংক লিমিটেড।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।